× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইউক্রেন ও রাশিয়ার সামরিক বাহিনীর হতাহতের সংখ্যা ২,০০,০০০; ধারণা যুক্তরাষ্ট্রের

১০ নভেম্বর ২০২২, ১৩:১৭ পিএম

যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অফ স্টাফদের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলিও ধারণা করছেন, যুুদ্ধে ইউক্রেনের সামরিক বাহিনীর ১ লাখ ও রাশিয়ার সামরিক বাহিনীর ১ লাখ সৈন্য হতাহত হয়েছে। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে বিবিসি এ তথ্য জানিয়েছে।

জেনারেল মার্ক মিলিওর মতে, প্রায় ৪০ হাজার বেসামরিক মানুষ এই সংঘাতে প্রাণ হারিয়েছে।

সম্প্রতি ইউক্রেন রাশিয়ার সাথে আলোচনার টেবিলে বসার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। তবে তার আগে ক্ষমতা থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পদত্যাগ করতে হবে বলেও জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‌‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। পশ্চিমারা একে আখ্যা দিয়েছে ‘যুদ্ধ’ হিসেবে। এখনো এই যুদ্ধ চলছে।

DayNight24

প্রকাশক: কাজল হাসান

যোগাযোগ: । info@daynight24.com

আমাদের সঙ্গে থাকুন

© 2024 DayNight24 All Rights Reserved.