× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সেমিফাইনালে ভারতকে এলোমেলো করে দিতে পারে যারা

স্টাফ রিপোর্টার

১০ নভেম্বর ২০২২, ১২:৩৮ পিএম

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং -তিন বিভাগের সেরা দুই দল ভারত-ইংল্যান্ড। ফাইনালে পৌঁছাতে হলে ইংল্যান্ডের দরকার মার্কের গতি। পেসার মার্ক উডই পারেন ভারতের পরীক্ষিত ব্যাটিং লাইনআপকে গতি দিয়ে এলোমেলো করে দিতে।

তবে ইংলিশরা কেবলই এক মার্কের ওপর নির্ভরশীল নন। তাদের পুরো দলটাই দারুণ ভারসাম্যপূর্ণ। যেমন ব্যাটিং লাইনআপ, তেমনি বোলিং আক্রমণ। চার ম্যাচে ১০ উইকেট নেওয়া স্যাম কারেন থাকবেন ভারতীয় ব্যাটারদের নজরে। মার্কের উইকেট ৯টি। তবে দুই স্পিনার আদিল রশিদ ও মঈন আলী আছেন দারুণ ছন্দে। যেকোনো মুহূর্তে ম্যাচের চিত্র পাল্টে দিতে পারেন তারা।

ইংল্যান্ড এমন একটি দল এগারো জনের প্রত্যেকেই এক একজন সুপারস্টার। অধিনায়ক জস বাটলার, অলরাউন্ডার বেন স্টোকস, কিংবা ডেভিড মালান বা মঈন আলী -ব্যাটিং যেকোনো একজন সেটা হয়ে গেলেই দল স্কোর গড়ার জন্য যথেষ্ট।

তবে তারকা ব্যাটসম্যান ডেভিড মালান ও গতি তারকা মার্ক উড সম্পূর্ণ সুস্থ নন। এ ছাড়া সেমির আগে দারুণ মুডে পুরো দল। অধিনায়ক জস বাটলার সামনে থেকেই দারুণ নেতৃত্ব দিচ্ছেন। বড় ম্যাচের জন্য প্রস্তুত বড় তারকা বেন স্টোকস।

DayNight24

প্রকাশক: কাজল হাসান

যোগাযোগ: । info@daynight24.com

আমাদের সঙ্গে থাকুন

© 2024 DayNight24 All Rights Reserved.